কলকাতা: নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে অনিবার্য কারণ বশতঃ আদালতে হাজির করা হয়নি। তবে, আগামী ২৯ আগস্ট তাকে আদালতে তোলা হতে পারে।
শনিবার(১৬ আগস্ট) ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগনা জেলা দায়রা আদালতে তাকে তোলার কথা ছিল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে বাংলানিউজকে জানান, নূর হোসেন ও তার দুই সহযোগী সেলিম এবং খান সুমনকে ষষ্ঠ বারের মতো আজ আদালতে তোলার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশতঃ তাদের আদালতে আনা হয়নি।
তবে, আগামী ২৯ আগস্ট নূর হোসেনসহ তার সহযোগীদের শুনানির জন্য আদালতে তোলা হতে পারে। এ বিষয়টিও ৩/৪ দিনের মধ্যে জানা যাবে।
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে ভারতীয় ভূ-খণ্ডে অবৈধভাবে প্রবেশের মামলায় নূর হোসেনকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সাজা ভোগ করতে হতে পারে। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী নূর হোসেনকে বাংলাদেশে পাঠানো হতে পারে।
২ আগস্ট আদালতে নূর হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি জামিনের আবেদন করবেন। যদিও ইন্টারপোলের রেড এলার্টভুক্ত কোন আসামি বা অভিযুক্ত জামিনের আবেদন করতে পারে না।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪