কলকাতা: নজিরবিহীনভাবে কাউকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব না দিয়েই সিঙ্গাপুরে পাড়ি দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণত ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেলে মন্ত্রিসভার কোন বলিষ্ঠ মন্ত্রীকেই মুখ্যমন্ত্রী অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে যান।
অতীত দিনে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক বার অস্থায়ী মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলে ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
তবে ভারতের সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন অস্থায়ী মুখ্যমন্ত্রী রেখে তবেই বিদেশে যেতে হবে এই কথা আইনে পরিষ্কারভাবে কোথাও লেখা নেই। তবে মুখ্যমন্ত্রীর দপ্তর সামলাতে একজন অভিজ্ঞ মন্ত্রীকে দায়িত্ব দিয়ে যাওয়াই প্রথা।
তবে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসালেও দপ্তরের সচিবদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছেন। আরও জানা গেছে তিনি সচিবদের জানিয়েছেন দরকার মত তার সঙ্গে যোগাযোগ করার কথা। তিনিও নিয়মিত যোগাযোগ রাখবেন বলে সচিবদের জানিয়ে দিয়েছেন।
রোববার ভারতীয় সময় রাত ১১.৫০ মিনিটে তিনি সিঙ্গাপুরের বিমানে কলকাতা ছাড়বেন বলে খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত সরকারিভাবে মুখ্যমন্ত্রী সফর সূচি জানান হয়নি। সাধারণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেলে সরকারিভাবে তার সফর সূচি জানানো হয়ে থাকে। কিন্তু কেন সরকারি ভাবে সফরসূচি জানানো হচ্ছে না সাংবাদিকদের এই প্রশ্নের কোন উত্তর ‘নবান্ন’ এর তরফে দেওয়া হয়নি।
তবে সূত্রের মাধ্যমে জানা গেছে, সোমবার সকালে সিঙ্গাপুর পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। হোটেলে বিশ্রাম নিয়ে তিনি সমুদ্রের তলায় থাকা মিউজিয়াম দেখবেন। মঙ্গলবার বৈঠক হবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে।
বুধবার সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠক করবেন সিঙ্গাপুরের বণিকসভার সঙ্গেও। শুক্রবার সকালে কলকাতাতে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪