কলকাতা: বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মৈত্রী বাস্কেট বল ম্যাচের আয়োজন করেছে বিএসএফ’র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার।
রোববার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এ ম্যাচের আয়োজন করা হয়।
এই মৈত্রী বাস্কেট বল ম্যাচের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী মনিষ গুপ্ত, বিএসএফ’র ডাইরেক্টর জেনারেল বি ডি শর্মা, মহাপরিদর্শক রজনী কান্ত মিশ্রসহ আরও অনেকে।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে মৈত্রীর সম্পর্ক বাড়ানোর জন্য এই ম্যাচের আয়োজন করা হয়েছে।
কলকাতায় এর আগে দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে ভলিবল খেলার আয়োজন করা হয়। তবে এই প্রথম বাস্কেট বল খেলার আয়োজন করা হয়েছে, বলে তারা জানান।
ঢাকাতেও বিএসএফ’র একটি দল গিয়ে খেলে এসেছেন বলে জানান বিএসএফ কর্তারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে মৈত্রীর সম্পর্ক গড়ে উঠবে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪