কলকাতা: বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে আরও আগে। বসে নেই কলকাতার যৌনকর্মীরাও।
সোনাগাছি এলাকার বাড়ি বাড়ি গিয়ে এই সচেতনতা শিবিরে অংশ নেওয়ার আবেদন করা হচ্ছে। যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এই রোগ। এছাড়াও ঘাম, লালা, কাশির মাধ্যমেও এ রোগ ছড়ায়।
যৌকর্মীদের বিদেশি গ্রাহক, বিশেষ করে আফ্রিকা থেকে আসা গ্রাহকদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’। অসাবধানতাবশত যদি যৌনকর্মীরা এ রোগার শিকার হন তাহলে কি করা উচিৎ সে পরামর্শও দেওয়া হচ্ছে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে।
সর্দি, কাশি, জ্বর হলে দুর্বারের ক্লিনিকে এসে পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন সংগঠনের কর্মীরা।
দুর্বারের সম্পাদিকা ভারতী দে জানান, শুধু ইবোলা নিয়ে নয়, জাপানি এনসেফেলাইটিস থেকে বাঁচতেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যত্রতত্র পানি জমতে না দেওয়া ও মশারির ব্যবহার সম্পর্কেও সচেতন করা হয়েছে যৌনকর্মীদের।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪