ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইবোলা সতর্কতার প্রচারে কলকাতার যৌনকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ইবোলা সতর্কতার প্রচারে কলকাতার যৌনকর্মীরা

কলকাতা: বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে আরও আগে। বসে নেই কলকাতার যৌনকর্মীরাও।

কলকাতার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে বিশেষ সতর্কতামূলক অভিযান শুরু করেছে ভারতে যৌনকর্মীদের সবথেকে বড় সংগঠন ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’।

সোনাগাছি এলাকার বাড়ি বাড়ি গিয়ে এই সচেতনতা শিবিরে অংশ নেওয়ার আবেদন করা হচ্ছে। যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এই রোগ। এছাড়াও ঘাম, লালা, কাশির মাধ্যমেও এ রোগ ছড়‍ায়।

যৌকর্মীদের বিদেশি গ্রাহক, বিশেষ করে আফ্রিকা থেকে আসা গ্রাহকদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’। অসাবধানতাবশত যদি যৌনকর্মীরা এ রোগার শিকার হন তাহলে কি করা উচিৎ সে পরামর্শও দেওয়া হচ্ছে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে।

সর্দি, কাশি, জ্বর হলে দুর্বারের ক্লিনিকে এসে পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন সংগঠনের কর্মীরা।

দুর্বারের সম্পাদিকা ভারতী দে জানান, শুধু ইবোলা নিয়ে নয়, জাপানি এনসেফেলাইটিস থেকে বাঁচতেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যত্রতত্র পানি জমতে না দেওয়া ও মশারির ব্যবহার সম্পর্কেও সচেতন করা হয়েছে যৌনকর্মীদের।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।