ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার সারদা কাণ্ডে নাম জড়ালো সেবি এবং রিজার্ভ ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
এবার সারদা কাণ্ডে নাম জড়ালো সেবি এবং রিজার্ভ ব্যাংকের সুদীপ্ত সেন

সারদা আর্থিক তছরুপ কাণ্ডে নতুন মোড় নিয়েছে। এবার এর সঙ্গে নাম জড়ালো ভারতের বিনিয়োগ এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ বোর্ড অব ইন্ডিয়া (সেবী ) এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিসার্ভ ব্যাংকের বেশকিছু প্রথম সারির কর্মকর্তার।



ভারতের অন্যতম সেরা ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকারকে গ্রেফতার করার পর এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

গ্রেফতার হওয়ার আগে ভারতের এই বিখ্যাত ফুটবল ক্লাবের কর্মকর্তার নাম চিঠিতে সিবিআই-কে জানান সারদা কর্নধার সুদীপ্ত সেন।

তদন্তের গতি বাড়িয়ে সিবিআই  বুধবার রাতে গ্রেফতার  করে দেবব্রত সরকারকে। অন্যদিকে সারদা গোষ্ঠীর বিভিন্ন অফিসে তল্লাসি চালিয়ে তদন্তকারী দল দেবব্রত সরকারের অর্থ নেওয়ার প্রমাণ পেয়েছে বলে সূত্র নিশ্চিত করেছ।

আর এই প্রমাণের সঙ্গেই উঠে এসেছে সেবী এবং রিজার্ভ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের প্রথম সারির কর্মীদের নাম।

এদিকে তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, প্রতিমাসে দেবব্রত সরকার ৭০ লাখ রুপি সারদা কর্নধার সুদীপ্ত সেনের থেকে নিতেন।

সারদা গোষ্ঠীকে সেবী এবং বিজার্ভ ব্যাংকের হাত থেকে বাঁচাতে এই টাকা দেবব্রত সরকার নিতেন বলে তিনি সুদীপ্ত সেনকে জানিয়েছিলেন বলে শুনেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

প্রতিমাসে ২০ লাখ রুপি সেবী-এর চেয়ারম্যানকে দিতেন সুদীপ্ত সেন। যার মাধ্যম ছিলেন দেবব্রত সরকার। ৩৫ লাখ  রুপি সেবী-এর অন্যান্য কর্মকর্তাদের দেওয়া হতো বলেও জানা গেছে।

অন্যদিকে সিবিআই-এর জেরায় নিজের আয়ের ঠিক হিসাব দিতে পারেননি দেবব্রত সরকার।

সারদা দুর্নীতির ঘটনায় পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ২১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।