কলকাতা: আলুর পর পেঁয়াজ সঙ্কটে পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গবাসী।
আলুর দাম নাগাল ছাড়ানোয় ভারতের অন্যান্য রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
যদিও ঘরে-বাইরে চাপের মুখে পড়ে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছিলো পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ২০ আগস্টের পর আবার নিষেধাঞ্জা জারি হওয়ায় পেঁয়াজ না পাঠানোর হুমকি দিয়েছে পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলি।
এর ফলে কলকাতার বাজারে পেঁয়াজের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। অপরদিকে উড়িষ্যার বিজু জনতা দলের কর্মীরা আলু না পাঠানোর প্রতিবাদে পশ্চিমবঙ্গমুখী ডিম এবং মাছের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মহারাষ্ট্রের নাসিক থেকে পশ্চিমবঙ্গের বাজারে বড় অংশের পেঁয়াজ আমদানি করা হয়।
নাসিকের পেঁয়াজ বিক্রেতাদের সংগঠন ‘অল নাসিক ডিস্ট্রিক ওনিওন ট্রেডার্স অ্যাসসিয়েসান’ এর সভাপতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে আলু না পাঠানোর সিদ্ধান্ত রদ না করা হলে পশ্চিমবঙ্গে পেঁয়াজ পাঠাবেন কীনা সেই বিষয়ে তারা আগামী দু’দিনে সিদ্ধান্ত নেবেন। এখন দেখার বিষয়, এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকার কী সিদ্ধান্ত নেয়।
তবে কলকাতার বাজার ঘুরে দেখা গেল, সরকার ঘোষিত প্রতিকেজি ১৪ রুপি দরের বেশি দামে আলু বিক্রি হচ্ছে বেশিরভাগ বাজারে। সরকারি আলু বাজারে এলেই সেই আলুর মান নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে ক্রেতাদের মধ্যে।
এরপর যদি পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায় তার ফলে পশ্চিনবঙ্গের নাগরিকদের কঠিন পরিস্থিতির মধ্যে পরতে হবে বলে মনে করছে রাজ্যবাসী।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৪