ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রকল্পে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রকল্পে আর্থিক অনুদান

কলকাতা: আরবান স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে কলকাতা বিশ্ববিদ্যালয়কে  আর্থিক অনুদান দিয়েছে ভারত সরকার। সাড়ে ৫ কোটি রুপি এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।



মূলত সিন্থেথিক অ্যাথলেটিক ট্র্যাক, হকি টার্ফ এবং অনুশীলনের জন্য ইন্ডোর হল নির্মাণে এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগেই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (ইউজিসি) মাধ্যমে ভারত-নেপাল যৌথ শিক্ষা প্রকল্পে অনুদান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি ক্রীড়া অনুদান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৯ আগস্টের মধ্যে এ ব্যাপারে খরচের রূপরেখা পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে।

কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র এই অনুদান দেওয়ায় বেশ খুশি উপাচার্য। তিনি জানান এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় আরও ভালো খেলোয়ার উপহার দিতে পারবে ভারতকে।

২১ আগস্ট কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রীর তরফে চিঠি পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্রীড়া ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়ার জন্য এককালীন এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহুদিনের দাবি পূরণ হলো।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ২২ আগস্ট , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।