ঢাকা: মাত্র ১০০ রুপি খরচে উড়োজাহাজ ভ্রমণের সুযোগের ঘোষণা দিয়ে উটকো বিপদে পড়ে গেছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন প্রতিষ্ঠান ‘এয়ার ইন্ডিয়া’। ছাড়ের এ ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, একইসঙ্গে অসংখ্য যাত্রী টিকিটের জন্য সাইটে লগ অন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছাড়ের ঘোষণা দিয়ে এয়ার ইন্ডিয়া জানায়, ২৭ আগস্ট থেকে পরবর্তী পাঁচদিন গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন।
কিন্তু প্রথম দিনেই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ায় অনেক গ্রাহক হতাশ হয়ে পড়েছেন।
২০০৭ সালের ২৭ আগস্ট ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ হয়। ২৭ আগস্ট ‘এয়ার ইন্ডিয়া’ দিবস উপলক্ষে উড়োজাহাজের টিকিটে এই ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
**১০০ রুপিতে প্লেন টিকিট
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪