কলকাতা: বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কলকাতায় উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব।
শুক্রবার সকাল থেকেই এ উৎসব উদযাপিত হচ্ছে।
মূলত ভারতের মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে ধুমধাম করে গণেশ চতুর্থী উদযাপন করা হলেও বিগত কয়েক বছর ধরে কলকাতায়ও এ উৎসব উদযাপন করা হচ্ছে। এতে উৎসাহের কমতি নেই কারো।
গণেশ পূজা উপলক্ষে কলকাতার বিভিন্ন সড়কে একদিন আগে থেকেই আলোর মালায় সাজানো হয়েছে।
এই উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও কলকাতার শহরে বেশ কয়েকটি জায়গায় ‘দহি হাণ্ডির” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এটি মূলত এক ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। গোটা ভারতে গণেশ পূজা উপলক্ষে এই ‘দহি হাণ্ডি”র আয়োজন করা হয়।
মানুষের পিরামিড তৈরি করে অনেক উঁচুতে হাড়িতে করে দই ঝুলিয়ে রাখা হয়।
বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান এ খেলার আয়োজন করে। খেলায় বিজয়ীদের জন্য থাকে বড় মাপের আর্থিক পুরস্কার।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪