কলকাতা: সারদা কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
তিনি বলেন, এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হোক ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
সূর্যকান্ত বলেন, সারদা কেলেঙ্কারিতে শাসক দলের উঁচু থেকে নিচু সব শ্রেণির নেতা-মন্ত্রীরা যুক্ত। তাদের সম্পত্তি, বাড়ি সরকারিভাবে বাজেয়াপ্ত করে আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। আর আমানতকারীরা ক্ষতিপূরণ পেলে তবেই তদন্ত সম্পূর্ণ হবে।
তিনি বলেন, তৃণমুল কংগ্রেস সরকারের ৩ বছর ৪ মাসে নৈরাজ্য মাথাচাড়া দিয়ে উঠেছে। খুন, ধর্ষণের মতো অসামাজিক কার্যকলাপ বেড়েছে।
পুলিশকে বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে সরকার ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দল নেতা সূর্যকান্ত।
কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের এই নেতা বলেন, মোদী সরকার সুদিন আনার কথা বলেছিলেন, কিন্তু সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি চলছে গোটা দেশে। এটা মোটেই নিরপেক্ষতার নমুনা নয়। রাজনীতিতে ধর্মকে টেনে এনে সাম্প্রদায়িকতা তৈরির ইঙ্গিত দেখা যাচ্ছে।
বিজেপি-কে রুখতে তৃণমূল কংগ্রেস সরকার বামদলগুলোর সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
তবে বিধান সভার বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত বলেন, কোনো মতেই তৃণমূলের সঙ্গে বামদলগুলো নেই।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টম্বর ০৫, ২০১৪