ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফিরোজা বেগমের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ফিরোজা বেগমের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ ফিরোজা বেগম

কলকাতা: বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাতে প্রখ্যাত এই সংগীত শিল্পীর  মৃত্যুর খবর পাওয়ার পরপরেই টেলিফোনে তিনি কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ- হাইকমিশনার আবিদা ইসলামকে তার শোক বার্তা জানান।



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফিরোজা বেগমের মৃত্যুতে গোটা বাংলাদেশের সঙ্গে তিনি এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ শোকাহত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত এই সঙ্গীত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। তিনি প্রয়াত শিল্পীর পরিবারবর্গকে তার সমবেদনা জানান।

মুখ্যমন্ত্রী টেলিফোনে  কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আবিদা ইসলামকে জানান, ফিরোজা বেগমের প্রয়াণ দুই বাংলার মানুষের কাছে এক গভীর বেদনার বিষয়। সংগীত জগতে তার অনুপস্থিতি কোনো দিন পূরণ হবার নয়। দুই বাংলার মানুষ তাকে মনের মনি কোঠায় অমর করে রাখবে।

প্রখ্যাত এই সংগীত শিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পরতেই কলকাতার সংগীত মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, সেপ্টম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।