ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্মনিরপেক্ষতার অধিকার জনগণের, রায় মুম্বাই আদালতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
ধর্মনিরপেক্ষতার অধিকার জনগণের, রায় মুম্বাই আদালতের

কলকাতা: এজজন ব্যক্তি কোন ধর্মের মানুষ সে তথ্য কোনো সরকারি নথি বা ঘোষণাপত্রে উল্লেখ করতে সরকার বাধ্য করতে পারবে না। এ রায় দিয়েছেন ভারতের মুম্বাই উচ্চ আদালত।



চিকিৎসক রঞ্জিত মোহিতে, কিশোর নাজারে ও সুভাষ রানওয়ারের করা একটি জনস্বার্থ মামালায় মুম্বাই উচ্চ আদালত মঙ্গলবার এ রায় দেন।

এই তিনজনের আবেদনের বিরোধিতা করেছিল কেন্দ্র ও মহারাষ্ট্র সরকার। তবে বিচারপতি অভয় ওকা ও এস চন্দুরকরের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেন, ভারত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশ হিসেবে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। ভারতের সংবিধানের ২৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো নাগরিকের অধিকারে জায়গায় কোনো সরকারি কর্মকর্তা বাধা দিতে পারবেন না।

এ রায়ের খবর ছড়িয়ে পড়তেই ভারতের প্রগতিশীল মহলে যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়। তারা এ রায়কে স্বাগত জানিয়েছেন।

শুধু প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ মহলেই নয়, এ রায় নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতেও। অনেকেই এ রায়কে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।