ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাসপ্তমীতে উৎসবের মধ্য গগনে কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
মহাসপ্তমীতে উৎসবের মধ্য গগনে কলকাতা

কলকাতা: অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বানে পশ্চিমবঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে মহাসপ্তমী।

কলকাতার বিভিন্ন বারোয়ারি পূজামণ্ডপে এবং বিভিন্ন ঐতিহ্য মণ্ডিত বাড়ির পূজাগুলোতে ভোর থেকেই পূজার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছিল।



পঞ্জিকার সময় অনুসারে সকালে দেবীর নবপত্রিকার স্নানের মাধ্যমে পূজার শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে ইতোমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তরা।

এই সময় অনেকেই পালন করছেন নররাত্রির উপবাস। পশ্চিমবঙ্গের বেলুর রামকৃষ্ণ মিশনে যথাযথ বিধান অনুযায়ী সাড়ম্বরে পালিত হচ্ছে মহাসপ্তমী।

ষষ্ঠীর দিন কার্যত জলপ্লাবন হয়েছিল কলকাতার রাজপথে। সপ্তমীতে সেই জলপ্লাবন আরও বাড়বে বলে মনে করছেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা।

তবে আবহাওয়া দপ্তরের বার্তায় কিঞ্চিৎ চিন্তিত উৎসবের মধ্য গগনে থাকা পশ্চিমবঙ্গ বাসী। তবে বৃষ্টি পূর্বাভাস দিয়েও আবহাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের আকাশ থাকবে পরিস্কার।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা,  অক্টোবর ০১ , ২০১৪ 

 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।