কলকাতা: বিজেপি এবং তার কিছু সহ-সংগঠনের দায়িত্বঞ্জানহীন মন্তব্য জরুরি অবস্থার কথা মনে করে দিচ্ছে বলে ফেসবুকে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ফেসবুকে তার নিজের টাইমলাইনে এই মন্তব্য করেন তিনি।
তিনি জানিয়েছেন, সরকার পরিবর্তন হতে থাকবে কিন্তু ভারতে গণতন্ত্র বজায় থাকবে। রাজনীতির আগে দেশপ্রেম।
তবে পরিষ্কারভাবে বিজেপি-এর কোনো একটি মন্তব্যের বিরোধিতা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
নিকট অতীতের দিকে তাকালে একদিকে সারদা কাণ্ড, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর পুলিশের হামলা আবার বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিরোধীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইংরাজি প্রবাদ কে মনে করিয়ে দিয়ে বলেছেন, কথা বলা রূপার মতো ঝকঝকে কিন্তু চুপ থাকা সোনার মত উজ্জ্বল।
সম্প্রতি রাজ্যের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকেই মন্তব্য করাকে বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী।
তবে চুপ থাকাকে সোনার সঙ্গে তুলনা করলেও সেটিকে তার বা তার দলের দুর্বলতা ভাবলে ভুল ভাবা হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন।
যদিও মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি এবং বিরোধী দল আবারো তার সমালোচনায় মুখর হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪