ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেপালে তুষার ঝড়ে কলকাতার পর্বতারোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
নেপালে তুষার ঝড়ে কলকাতার পর্বতারোহীর মৃত্যু

কলকাতা: নেপালে তুষার ঝড়ে মৃত্যু হল এক বাঙালি পর্বতারোহীর। পর্বতারোহীর নাম অরূপ রায়চৌধুরী।

তিনি কলকাতার দমদম এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, দমদম থেকে চারজনের একটি দল পর্বতারোহণে যায় নেপালে। গত বৃহস্পতিবার মোশোকান্তলা পার হয়ে অন্নপূর্ণা পর্বতে যাওয়ার পথে তুষার ঝড়ের কবলে পড়ে দলটি।

এ সময় দলের বাকি তিনজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান অরূপ রায়চৌধুরী। নেপাল পুলিশের তরফে উদ্ধারকারী দল নামানো হলে তারা এই বাঙালি পর্বতারোহীর মৃতদেহ খুঁজে পান।

এরপর দলের অন্য সদস্যরা তাকে সনাক্ত করেন।

অভিযাত্রীদের যথাযথ পর্বতারোহণের প্রশিক্ষণ ছিল না বলে নেপাল পুলিশের তরফে দাবি করা হয়েছে।

শনিবার পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য এবং হস্তক্ষেপে অরূপ রায়চৌধুরীর দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

এখনও কলকাতার একাধিক পর্বতারোহী এবং পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে নেপাল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।