ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গ্রাম দখল করে লুট পশ্চিমবঙ্গের বীরভূমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
গ্রাম দখল করে লুট পশ্চিমবঙ্গের বীরভূমে

কলকাতা: বীরভূমের মাকড়া গ্রামে প্রায় বিনা বাধায় লুট চালিয়েছে একশোজনের একটি সন্ত্রাসী দল।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে টানা দুই ঘণ্টা ধরে এ লুট চলে।

পুলিশ বাধা দেওয়া চেষ্টা করলে পাল্টা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ।

একজন কিশোর এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি। হয়েছে লুট।

২৪ অক্টোবর বীরভূম জেলার মাকড়া গ্রামের পাশের গ্রাম পারুই গ্রামে বোমা উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন পারুই থানার প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার কাছাকাছি সময় বোমা, মুখোশ, বন্দুক নিয়ে গ্রামে প্রবেশ করে একশোজন সন্ত্রাসীর একটি দল।
গ্রামবাসীদের অভিযোগ এরা সবাই শাসক দল তৃণমূল কংগ্রেসের মদদপুষ্ট সন্ত্রাসী।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যথেষ্ট সংখ্যক পুলিশকর্মী না থাকায় তারা গ্রামে প্রবেশ করতে পারেনি। গ্রামে প্রবেশ করতে চেষ্টা করলে তাদের উপর উল্টো হামলা চালানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ গ্রামে বাইরে থেকে গ্রামে প্রবেশ করার জন্য চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা,  অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।