কলকাতা: কলকাতায় শীতের আমেজ আটকে দিয়েছে নিম্নচাপ। আন্দামান সাগরের কাছে নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া অধিদপ্তর।
আন্দামান সাগরের নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এ ঝড়ের নাম নাম হবে ‘অসোবা’। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা।
তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এমনটা এখনই নিশ্চিত বলতে পারছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় তৈরি হলে গোটা ভারতের শীত পরিস্থিতি ফের ব্যাহত হবে। গত বছরও ঘূর্ণিঝড় হেলেনের জন্য বাধা পেয়েছিল শীত।
আবহাওয়াবিদের মতে, বর্ষা মৌসুমের শেষ আর শীতের শুরুর আগের সময় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকে খুব বেশি। এরই সঙ্গে নতুন করে হানা দিতে চলেছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। এর ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে শীতল হাওয়া।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪