ঢাকা: কলকাতায় ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অফিসের সামনে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বর্তমানে বর্ধমান বিস্ফোরণের ঘটনা আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এখানে।
তবে সোমবার রাতের বিস্ফোরণটি খুব একটা মারাত্মক নয় বলে খবর দিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার মূল সন্দেহভাজন সাজিদকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ভারতের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এনআইএ তাকে ধরিয়ে দেয়ার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
পুলিশের সন্দেহ সাজিদ বাংলাদেশের নাগরিক এবং তিনি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহেদিনের সদস্য।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জানিয়েছে যে এই সাজিদ-ই বর্ধমান বিস্ফোরণ আর তার সঙ্গে জড়িত গোষ্ঠীটির প্রধান ছিলেন। তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলার একটি মাদ্রাসাকে কেন্দ্র করেই কাজকর্ম চালাতেন বলে তদন্তে উঠে এসেছে।
গ্রেফতারের পর এনআইএ‘র হাতে তাকে তুলে দেয় কলকাতা পুলিশ। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।
একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পশ্চিমবঙ্গের মালদা থেকে জিয়াউল হক ও আসামের গুয়াহাটি থেকে গ্রেপ্তার করা হয় সাজিনা বেগম নামের এক নারীকে।
বাংলাদেশ সময়: ২১৩৯ঘণ্টা, নভেম্বর ১০,২০১৪