ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যাত্রী খুনের চেষ্টার অভিযোগ কলকাতার ট্যাক্সিচালকের বিরুদ্ধে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
যাত্রী খুনের চেষ্টার অভিযোগ কলকাতার ট্যাক্সিচালকের বিরুদ্ধে

কলকাতা: গভীর রাতে আবার কলকাতায় ট্যাক্সিচালকের দৌরাত্মের শিকার হলেন এক যাত্রী।

বুধবার ভারতীয় সময় রাত তিনটে নাগাদ উত্তর কলকাতার শোভাবাজার থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আসার পথে ট্যাক্সিচালকের হাতে আক্রান্ত হন এই যাত্রী।



যাত্রীর শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে হয়েছে।

ওই যাত্রীর সঙ্গে ছিলেন তার আরও দুই বন্ধু। যারা একইসঙ্গে বালিগঞ্জে ফিরছিলেন।

তাদের অভিযোগ, ওই ট্যাক্সিচালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। সেই নিয়ে বচসার জেরে ধারাল অস্ত্র দিয়ে যাত্রীকে আঘাত করে পালিয়ে যায় চালক।

রক্তাক্ত অবস্থায় আহত যাত্রীকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ট্যাক্সিচালকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ওই অঞ্চলের গোপন ক্যামেরার ভিডিও খতিয়ে দেখছে।

এই ঘটনার পর কলকাতার নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর আগেও বহুবার অতিরিক্ত ভাড়া নিয়ে কলকাতার ট্যাক্সিচালকদের হাতে যাত্রী হেনস্থার অভিযোগ দায়ের করা হয়।

আবারও রাতের কলকাতায় যাত্রী হেনস্তার এই ঘটনায় পুলিস প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন কলকাতাবাসী।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।