কলকাতা: কলকাতা বিমানবন্দরে জঙ্গি হামলার সম্ভাবনার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দারা।
সতর্কবার্তায় বলা হয়েছে, জঙ্গিরা হামলা করতে পারে বিমানবন্দরে। এর পরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।
অপর দিকে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে মাওবাদী ও ইন্ডিয়ান মুজাহিদিনের যৌথ হামলার সতর্কবার্তা জারি করেছে গোয়েন্দারা।
সূত্রের খবর, কোনো ধরনের রাজনৈতিক মিছিলের উপর হামলা হতে পারে।
শুক্রবার (২১ নভেম্বর) ঝাড়খণ্ড যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২০ নভেম্বর , ২০১৪