কলকাতা: পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।
শুক্রবার (২১ নভেম্বর) টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে জানা যায়, কথায় যথেষ্ট অসঙ্গতি থাকায় সৃঞ্জয় বসুকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যানকে সিবিআই-এর পক্ষ থেকে এই গ্রেফতারের কথা জানানো হয়।
শনিবার (২২ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে জিজ্ঞাসাবাদে সারদা কর্মকর্তা সুদীপ্ত সেন জানান, সৃঞ্জয় বসু তাকে বেশ কয়েকবার হুমকি ও ভয় দেখিয়ে অর্থ আদায় করেছিলেন।
তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সৃঞ্জয় বসুকে গ্রেফতার পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪