কলকাতা: বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান গেয়ে শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফারুখ খানের নেতৃত্বে প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনে পৌঁছায়।
এর আগেও তাকে বিভিন্ন রাজনৈতিক সভায় গান গাইতে দেখা গেছে।
ক্ষমতায় আসার আগে নন্দীগ্রাম, সিঙ্গুরে জমি আন্দোলনের সময় বিভিন্ন সভায় খালি গলায় দেশপ্রেম এবং বিপ্লবের গান গাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এই গান তার প্রিয় গানের মধ্যে একটি।
বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪