কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রের জন্য দু’দিন অপেক্ষা করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব করেছে সিবিআই।
তলবের পর থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মদন মিত্র। প্রথমে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সরকারি হাসপাতাল এসএসকেএম–এ ভর্তি ছিলেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে জানা যায়, মদন মিত্রের জন্য দু’দিন অপেক্ষা করবে সিবিআই। তার মধ্যে যদি তিনি হাজিরা না দেন বা যোগাযোগ না করেন তবে তাকে আবার জেরার জন্য ‘নোটিশ’ পাঠাবে কেন্ত্রীয় গোয়েন্দা সংস্থা।
এর আগেই পরিবহন মন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী বাপি করিমকে জেরা করেছে সিবিআই। মনে করা হচ্ছে পরিবহন মন্ত্রী মদন মিত্রকে জেরা করে সারদা আর্থিক কেলেঙ্কারি তদন্তে অজানা তথ্য পাওয়ার চেষ্টা করবেন গোয়েন্দারা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪