কলকাতা: বিধানসভা নির্বাচন যত এগুচ্ছে, ততই যেন বেকায়দায় পড়ছে তামিলনাড়–র ক্ষমতাসীন করুণানিধির ডিমএমকে। এমনিতেই দলীয় নেতা সাবেক মন্ত্রী এ রাজা এখন টেলিকম কেলেঙ্কারির দায়ে সিবিআই এর হাতে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুশবুর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলাও দায়ের করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, পালানিচেট্টি জেলায় ডিএমকের প্রচারের সময় ট্রাফিক আইন ভঙ্গ করেন খুশবু। তাছাড়া অনুমতি না নিয়েই নির্বাচনী প্রচারে অতিরিক্ত ৮টি গাড়ি ব্যবহার করেন এই চিত্রনায়িকা।
অন্যদিকে, ডিএমকের জোট সঙ্গী কংগ্রেসের রাজ্য সভাপতি কেভি থ্যাঙ্কাবালুর স্ত্রী মায়লাপোর বিধানসভা প্রার্থী জয়ন্তী থ্যাঙ্কাবালুর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে যে মামলা চলছে তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাননি জয়ন্তী। এছাড়া তিনি যে তামিল ভাষার টিভি চ্যানেল মেগা টিভির এমডি তাও জানাননি বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী শিবাকামি। এরপর জয়ন্তীর প্রার্থীতা বাতিল হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১