ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাস্তা থেকে উধাও ‘পরমা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
কলকাতার রাস্তা থেকে উধাও ‘পরমা’ ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছে বিখ্যাত শিল্পী শানু লাহিড়ী নির্মিত ‘পরমা’ মূর্তি।

‘পরমা আই ল্যান্ড’ হিসেবে পরিচিত কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এ জায়গায় বুধবার (২৬ নভেম্বর) থেকে মূর্তিটি উধাও বলে জানান এলাকাবাসী।



বিগত ২৭ বছর ধরে ৩০ ফুট উচ্চতার এ মূর্তি কলকাতার বিশেষ শিল্পকর্মের নজির হিসেবে পরিচিত।

প্রাথমিকভাবে এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তি ছাড়ালেও খবর নিয়ে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশেই এ মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। এই মূর্তির জায়গায় বসবে একটি বিশ্ব-বাংলা গ্লোব। যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রান্ড বিশ্ব-বাংলাকে তুলে ধরতেই এ প্রচেষ্টা।

শিল্পী শানু লাহিড়ী মাত্র এক বছর আগেই প্রয়াত হয়েছেন। তার কন্যা জানিয়েছেন, তাকেও এ বিষয়ে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।

এ খবর ছড়িয়ে পড়তেই কলকাতাবাসীর মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন গায়িকা উষা উত্থুপ, লেখক অমিত চৌধুরীসহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

শানু লাহিড়ীর কন্যা দময়ন্তি লাহিড়ি আক্ষেপ করে বলেছেন, আমি খুশি, মা (শানু লাহিড়ী)-অন্তত এ ঘটনা দেখার জন্য বেঁচে নেই।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।