কলকাতা: অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই ফোন করে সিবিআই’র কাছে সারদা আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত জেরার জন্য সময় চাইলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্রে এ খবর জানা যায়।
বুধবার কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান পরিবহন মন্ত্রী। সেখানে তিনি অসুস্থতার জন্য ভর্তি ছিলেন। এর আগেই তাকে জেরার জন্য কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো।
সিবিআই সূত্রে জানা যায়, যদি পরিবহন মন্ত্রী যোগাযোগ না করেন তবে তাকে আবার নির্দেশ পাঠানো হবে। তাতেও সাড়া না দিলে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও শোনা যাচ্ছিলো।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে সিবিআই।
এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মদন মিত্র বলেছিলেন, সিবিআই নতুন করে ডাকলে নিশ্চয়ই যাব, যা বলার সিবি আইকেই বলব। শেষ পর্যন্ত ডাকার অপেক্ষা না করে নিজেই গোয়েন্দাদের ফোন করে সময় চাইলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৬ নভেম্বর , ২০১৪