কলকাতাঃ ভারতের নারীদের নিরাপত্তা দিতে নতুন অ্যাপ তৈরি করেছে কলকাতার দুই তরুণ প্রকৌশলী। দক্ষিণ ভারতে কর্মরত কলকাতার ছেলে আবীর লাল বিশ্বাসকে অ্যাপ তৈরিতে সাহায্য করেছেন তারই বন্ধু অধ্যাপক শঙ্খ মল্লিক।
যেকোনো অ্যানড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশন স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। তারপর তা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে।
এই অ্যাপে দুটি ফোন নম্বর দিতে হবে। কোন সমস্যায় পড়লে মুহূর্তের মধ্যে ঐ অ্যাপের মাধ্যমে বার্তা চলে যাবে ঐ দুটি নম্বরে। সঙ্গে সঙ্গেই ঐ দুটি ফোনের গ্রাহক বিপদে পড়া নারীর অবস্থান জানতে পারবেন।
এখানেই শেষ নয়। যদি পথে চলতে চলতে কোন ব্যক্তিকে সন্দেহ হয় তবে তার ছবি তুললেই ঐ অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে চলে যাবে দুটি নম্বরে।
মনে করা হচ্ছে, শুধু কলকাতা নয় গোটা ভারতের নারীদের মধ্যে জনপ্রিয় হবে কলকাতার তরুণদের আবিষ্কৃত অ্যাপটি।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ২৯ নভেম্বর , ২০১৪