কলকাতা: পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের জন্য নতুন নিয়ম জারি করেছে পুলিশ।
শুক্রবার (০৫ ডিসেম্বর) পুলিশের আধিকারিকরা নবান্নে অপেক্ষারত সাংবাদিকদের নতুন এ নিয়মের কথা জানান।
নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করে দেওয়া ‘প্রেস কর্নার’ ছাড়া অন্য কোথাও গেলে তাদের গ্রেফতার করা হতে পারে।
এর মধ্যেই, গ্রেফতারের এ নতুন নিয়ম নিয়ে কলকাতার সাংবাদিক মহলে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রী নবান্নে নিজেদের দফতরে বসেন। সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের সব ঘরেই যেতে হয়।
এদিকে, কলকাতার বুদ্ধিজীবী মহল এ নতুন নিয়মের নিন্দা জানিয়েছেন। যদিও কোনো লিখিত আকারে এ আদেশনামা এখন পর্যন্ত জারি করা হয়নি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪