কলকাতা: পাকিস্তানের পেশোয়ারে মঙ্গলবার সামরিক বাহিনীর স্কুলে তালেবানদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পশ্চিমবঙ্গসহ ভারতের সব বিদ্যালয়ে দুই মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করেন। এ সময় নওয়াজ শরীফ পাকিস্তানের ঘটনার জন্য সংহতি হিসেবে ভারতের সব স্কুলে দুই মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন। এরপরই ভারত সরকারের পক্ষ থেকে সব স্কুলে এ অনুরোধ জানানো হয়।
নওয়াজ শরীফকে মোদী বলেন, ভয়াবহ এ ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ভারত পাকিস্তানের পাশে আছে।
এ সময় মোদী হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানকে আহ্বান জানান।
এ ছাড়া পাকিস্তানকে সব ধরনের সাহায্যের জন্য ভারত প্রস্তুত রয়েছে বলেও নওয়াজ শরীফকে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪