ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে টানা জেরার মুখে মদন মিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
সারদা কাণ্ডে টানা জেরার মুখে মদন মিত্র মদন মিত্র

কলকাতা: সারদা কাণ্ডে টানা জেরার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কেন্দ্রীয় তদন্ত ব্যুরো’র (সিবিআই) কলকাতা দফতর সিজিও কমপ্লেক্সে হাজির করে ফের জেরা করা হচ্ছে।



গ্রেফতার হওয়ার পর দ্বিতীয়বার আদালতে হাজিরা দিয়ে মদন মিত্র বিচারককে জানিয়েছিলেন সি বি আই তাকে জোর করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে।

তিনি আদালতের কাছে জামিনের আবেদন করলেও তা বাতিল করে দেন বিচারক।

এদিকে মদন মিত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে সিবিআই। তারা জানিয়েছে, পুরো জেরার বিষয়টি ভিডিও করা আছে, প্রয়োজনে তা আদালতে পেশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের আরও একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং তার স্ত্রীকে জেরা করা হতে পারে। তবে নির্দিষ্ট করে কারো নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।