কলকাতা: পশ্চিমবঙ্গের ‘বাম’ পতনের মূলে অন্যতম কারণ নন্দীগ্রাম আন্দোলন, আর এর পেছনে মাওবাদীদের হাত ছিল।
এ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা দফতর দিল্লি সদর দফতরে প্রতিবেদন জমা দিয়েছে।
এই খবরে রাজ্যের রাজনীতি বেশ উত্তাল হয়ে উঠেছে। নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে মাওবাদীদের যোগ আছে বলে অভিযোগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার।
ওই সময় সিপিএম–এর পক্ষ থেকে মাওবাদীদের সঙ্গে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠে।
এদিকে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা সমালোচনা চলছে।
যদিও এই প্রতিবেদনকে উড়িয়ে দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪