কলকাতা: আদালত থেকে জেলে যাওয়ার পথেই অসুস্থ বোধ করেন মদন মিত্র। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জামিনের আবেদন খারিজ করে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আগেই সারদা আর্থিক প্রতারণা কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছে মদন মিত্রকে। শুক্রবার আদালতে সিবিআই-এর তরফে বলা হয় পরিবহন মন্ত্রী যে তথ্য দিয়েছেন তা পরীক্ষা করার জন্য কিছুটা সময় দরকার।
সিবিআই –এর তরফ থেকে আরও জানানো হয় পরিবহন মন্ত্রী যথেষ্ট প্রভাবশালী। তিনি জামিন পেলে তদন্তের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এর পরেই পরিবহন মন্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আদালতে যাবার পথে তিনি সাংবাদিকদের তিন সিপিএম নেতার নাম করে তাদের সারদা কাণ্ডে যুক্ত থাকার বিষয়ে অভিযোগ করেন। তিনি বলেন সিপিএম এর নেতা হওয়ায় সিবিআই তাদের তলব করছে না।
মদন মিত্রের প্রকাশ্য অভিযোগে নতুন চাঞ্চল্য শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যদিও সিপিএম-এর তরফে এ ব্যাপারে কোন বিবৃতি পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯ , ২০১৪