কলকাতা: ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্রান্ড অ্যাম্বাসাডর করে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু তৃণমূলের আপত্তিতে এ বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সৌরভ। সোমবার ইসির কাছে চিঠি দিয়ে তিনি এর কারণ জানতে চেয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে, তৃণমূলের অভিযোগ সৌরভ সিপিএম সমর্থক। তিনি সিপিএম’র হয়ে ভোটের প্রচারণায় নামতে পারেন। তাই তিনি নিরপেক্ষ নন। এ ব্যাপারে একটি ভিডিও সিডিও তারা ইসির কাছে জমা দেন কয়েক দিন আগে।
এরপরই এ সিদ্ধান্ত এল। জানা গেছে, পশ্চিমবঙ্গের ১৮ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই সংবাদমাধ্যমে বিজ্ঞাপনগুলো প্রচারের কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১