ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনোনয়নপত্র জমা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
মনোনয়নপত্র জমা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএম’র পক্ষে মঙ্গলবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

এদিন দুপুর সাড়ে ১২টায় কলকাতার আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে অবস্থিত নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়ন পত্র জমা দেন।



মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বুদ্ধদেবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার নির্বাচনী এজেন্ট ও কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএম’র জেলা সভাপতি ড. সুজন চক্রবর্তী ও অন্যান্য সিপিএম নেতারা।

অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এদিন মুখ্যমন্ত্রী বাংলানিউজকে বলেন, ‘মানুষ এবার আর ভুল করবেন না। আমরা সরকার গড়ছি এটা নিশ্চিত থাকুন। ’

উল্লেখ্য, এবারও তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।