ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের শতরূপ ঘোষ সবচেয়ে দরিদ্র

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
সিপিএমের শতরূপ ঘোষ সবচেয়ে দরিদ্র

কলকাতা: ভারতের আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী পশ্চিমবঙ্গের সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।



শতরূপ এবার রাজ্য বিধানসভার সবচেয়ে কম বয়সী প্রার্থীও বটে। তিনি এবার কলকাতার কসবা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন।

ইসি জানিয়েছে, ‘শতরূপ যে সম্পত্তির হিসাব দাখিল করেছেন, তাতে স্পষ্ট তার কোনও স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। তার মোট নগদ অর্থের পরিমান মাত্র ৩০৮ রুপি ৯০ পয়সা। তার মধ্যে হাতে আছে ২৫০ রুপি আর ব্যাঙ্কে আছে ৫৮ টাকা ৯০ পয়সা। তার কোনো ক্রয় বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সম্পত্তি নেই। ’

ইসি আরও জানিয়েছে, এখন পর্যন্ত যে সব প্রার্থী তাদের কাছে সম্পত্তির হিসাব দিয়েছেন তাদের মধ্যে শতরূপই সবচেয়ে দরিদ্রতম।

উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সী এই ছাত্রনেতা এবার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা জাভেদ খানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

রোববার বাংলানিউজকে শতরূপ বলেন, ‘জেতার বিষয়ে আমি এক শ’ ভাগ আশাবাদী। বয়সে তরুণ হওয়ায় কারণে আমি এলাকার মানুষের ব্যাপক জনসমর্থন পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।