ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবাসনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা করবে তৃণমূল

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

কলকাতা: রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে তৃণমূল।

শনিবার এক সংবাদ সম্মেলনে গৌতম দেব তৃণমূলের বিরুদ্ধে ৩৪ কোটি টাকা আত্মসাৎ, নির্বাচনী প্রচারে কালো টাকা ব্যবহারের অভিযোগ করায় এই মামলা করার উদ্যোগ নিয়েছে।

 

রোববার নদীয়া জেলার হরিণঘাটায় এক নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়কে বলেছি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে। ’

তৃণমূল সুত্রে জানা গেছে, সোমবার তারা আদালতে যাচ্ছেন। গৌতম দেবের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গেরও অভিযোগ আনছেন তারা।

তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তার বক্তব্যের ভিডিও আমরা নির্বাচন কমিশনে জমা দেব।

গৌতম দেবকে তিনি বুদ্ধিভ্রষ্ট, ভারসাম্যহীন, বিকারগ্রস্ত বলেও কটাক্ষ করেন।

এদিকে, রাজারহাটে আবাসনমন্ত্রী গৌতম দেব বলেন, এখনও কিছু বলিনি। আরও বলার আছে, সব প্রমাণ আছে।

তিনি আরও বলেন, নির্বাচনে আমরা জিতছি। জেতার পর মমতার বাড়ি যাব, গিয়ে চা খাব। ওনাকে সব বুঝিয়ে বলব।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।