কলকাতা: ভারতের লোকসভার সাবেক স্পিকার ও বহিষ্কৃত সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় মনে করেন বামফ্রন্টের কোন বিকল্প নেই। পশ্চিমবঙ্গে ফের সরকার গড়বে তারা।
শান্তিনিকেতনের বাসভবনে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘২০০৬ সালেও রাজ্যে পরিবর্তনের শ্লোগান দেওয়া হয়েছিলো। এমনকি তারা মন্ত্রিসভায় কোন দপ্তর পাবেন তাও ঠিক করা হয়েছিল। সবাই জানেন ওই নির্বাচনের ফলাফল কি হয়েছিল। ’
তৃণমূলের প্রার্থী তালিকা দেখে বিস্মিত সাবেক স্পিকার বলেন, ‘ওদের প্রার্থী তালিকায় এমন কয়েকজনের নাম দেখলাম যাদের সঙ্গে সাধারণ মানুষের কোন সর্ম্পক নেই। যারা জীবনে কোন দিন রাজনীতি করেননি, তারই এখন মানুষের ভোট চাইছেন। ’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বামপন্থি রাজনীতিতে আজও বিশ্বাসী। দলের বিরুদ্ধে আমার বলার কিছুই নেই। আমি এখন চাই দলের ভাল হোক। ’
তিন বলেন, ‘ভোট দিতে কলকাতায় যাব। আমি রাসবিহারী কেন্দ্রে ভোটার। অবশ্যই বামফ্রন্টকে ভোট দেব। ’
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১