কলকাতা: ভারতের নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে রাজ্যের আয়কর দপ্ততর বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৬ কোটি রুপির কালো টাকা।
পূর্বঞ্চলীয় আয়কর বিভাগে ডিজি (অনুসন্ধান) টি বি সি রোজারো জানান, ইসির নির্দেশে কলকাতাসহ রাজ্যে যে বিশেষ আয়কর অভিযান চালানো হচ্ছে তার ফলে ১২ এপ্রিল পর্যন্ত ৫ কোটি ৩২ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি আরও জানান, রাজ্যের বিধানসভা ভোটে এই টাকা ব্যবহৃত হতে পারে এই আশঙ্কায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো সবটাই কালো টাকা।
২৪ মার্চ পর্যন্ত বাজেয়াপ্ত এই টাকার পরিমাণ ছিল ৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার রুপি।
এবারে ভারতের ৫ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হচ্ছে তাতে এখন পর্যন্ত তামিলনাড়ুতে উদ্ধার হয়েছে সবচেয়ে বেশি পরিমাণ কালো টাকা। সব মিলিয়ে এর পরিমাণ ৪০ কোটি রুপি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১