কলকাতা: বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের(ইসি) কাছে গিয়েছে সিপিএম।
বুদ্ধদেব ভট্টাচার্যের ইলেকশান এজেন্ট কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোমবার বাংলানিউজকে বলেন, ‘গত কয়েক দিন ধরে তার নাম করে ইংরেজি ভাষায় যাদবপুর বিধানসভার ভোটারদের মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনা ইসিকে জানিয়েছি। ’
ইসি পক্ষ এই ঘটনা স্বীকার করে রাজ্যের নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা বলেন, এই ঘটনার তদন্ত করার জন্য কলকাতা পুলিশকে বলা হয়েছে।
পুলিশ সুত্র জানিয়েছে, এটি রের্কড করা ভয়েস। যে সংস্থার সিম কার্ড ব্যবহার করা তার খোঁজ পাওয়া গেছে। দিল্লি থেকে ফোনগুলো করা হয়েছে। যার নামে সিম কার্ডটি রয়েছে তারও খোঁজ পাওয়া গেছে।
ভারতীয় সময়: ১৮২০ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১