ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মার্চেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
মার্চেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি ছবি: (ফাইল ফটো)

কলকাতা: বসন্তের শুরুতেই তীব্র গরমের আভাস দিলো পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদফতর। আগামী মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে অধিদফতর।



আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

আর ফেব্রুয়ারিতেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্রতা অনুভব করতে হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে।

২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে, তাপমাত্রা বাড়লেও বিকেলের হিমেল হাওয়া খুব একটা বইছে না। কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, আবহমণ্ডলের নিচের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প অবস্থান করছে। বায়ুমণ্ডলের ওপরে জলীয় বাষ্প না থাকায় মেঘ তৈরি হচ্ছে না। ফলে সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।