ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্দেশের তৈরি মমতার মূর্তি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ১৯, ২০১১
সন্দেশের তৈরি মমতার মূর্তি

কলকাতা: সন্দেশ দিয়ে তৃণমূলনেত্রী মমতা ব্যনার্জির মূর্তি তৈরি করলেন এক মিষ্টান্ন ব্যবসায়ী।

উত্তর ২৪ পরগণার অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কমল সাহা সন্দেশ দিয়ে এই মূর্তি তৈরি করেছেন।



বুধবার মমতার কালীঘাটের বাসভবনে গিয়ে এই মূর্তিটি তিনি তুলে দেন স্বয়ং তৃণমূলনেত্রীর হাতে।
সঙ্গে ছিলেন অশোকনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার শ্রীকান্ত চৌধুরী।

তৃণমূল সমর্থক কমল সাহা বাংলানিউজকে বলেন, তিনি ভোটের ফল বের হবার পর থেকেই মূর্তিটি তৈরি করতে শুরু করেন।

তার ইচ্ছা ছিল মমতার সঙ্গে দেখা করে মূর্তিটি তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া। সেই ইচ্ছা তার পূরণ হয়েছে।

এদিকে, কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি এলাকার মিষ্টান্ন ব্যবসায়ী বিনোদ ঘোষ আবার বানিয়েছে সন্দেশ দিয়ে মমতার রাইটার্স বিল্ডিং-এ মুখ্যমন্ত্রী হয়ে প্রবেশের একটি দৃশ্য।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘন্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।