ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমি সেই গর্বিত বাঙালি, যার জাতীয় কবি নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
আমি সেই গর্বিত বাঙালি, যার জাতীয় কবি নজরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় এক অনুষ্ঠানে ভারতে বাংলাদেশের উপ-হাই কমিশনার জকি আহাদ বলেছেন, আমি সেই গর্বিত বাঙালিদের একজন, যার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কলকাতার রোটারি সদনে জার্মান প্রবাসী বাঙালি নজরুলগীতি শিল্পী তাপসী রায়ের গানের অ্যালবাম ‘নতুন নেশা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, কলকাতার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক প্রদোষ চন্দ্র দে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়।

জকি আহাদ আরও বলেন, নজরুল ছিলেন একজন সুফি সাধক। বাংলাদেশ সব থেকে বেশি পরিচিত নজরুল ইসলামের নামে।

কল্যাণী কাজী বলেন, নজরুলগীতি চর্চা আগের থেকে অনেক কমে গেছে। তবে নতুন প্রজন্মের শিল্পীদের কাজ দেখলে মনে আবার আশা জাগ্রত হয়। তিনি শিল্পী তাপসী রায়ের এ প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং শ্রোতাদের সামনে কবি নজরুলের জীবনের নানা ঘটনা তুলে ধরেন।

নজরুলগীতি শিল্পী তাপসী রায়কে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন প্রদোষ চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।