ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরবর্তী কলকাতা বইমেলার থিম দেশ ফ্রান্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
পরবর্তী কলকাতা বইমেলার থিম দেশ ফ্রান্স

কলকাতা: কলকাতা বইমেলার এখনও মাস ছয়েক বাকি থাকলেও এরইমধ্যে নির্বাচন করা হয়েছে থিম দেশ। এবারের থিম দেশ থাকছে ফ্রান্স।

আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ বইমেলা।

কলকাতা বইমেলায় আয়োজক সংস্থা ‘পাব্লিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’-এর তরফে একথা জানা যায়।

কলকাতা বইমেলার মধ্যেই আয়োজিত হবে ‘কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল’। এ বছরই কলকাতা বইমেলা পা দেবে ৪০ বছরে।

২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কলকাতা বইমেলার উদ্বোধন হবে বলে বইমেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

প্রতি বছরের মতো কলকাতার মিলনমেলা প্রাঙ্গণেই এ মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।