কলকাতা: রাজ্যের নবনির্বাচিত বিধানসভার অধিবেশন বসবে ৩০ মে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন।
ওই দিনে প্রথমে হবে স্পিকার নির্বাচন। এই নির্বাচন পরিচালনা করবেন প্রোটেম স্পিকার জ্ঞান সিং সোহন পাল।
রাজ্যের শাসক তৃণমূল-কংগ্রেস জোটের পক্ষ থেকে এই পদের জন্য ইতিমধ্যেই বিমল ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার তিনি মনোনয়নপত্র পেশ করেন।
রাজ্যের বিরোধী জোট বামফ্রন্টের পক্ষ থেকে এখনও কোন নাম আসেনি। মনে করা হচ্ছে তারা এই পদের জন্য লড়াই করবেন না। তাই বিমান ব্যানার্জি বিনা প্রতিদ্বন্ধিতাতেই এই পদে নির্বাচিত হচ্ছেন।
স্পিকার পদের পর নির্বাচন হবে ডেপুটি স্পিকারের। এই পদেও বামফ্রন্টের কোন প্রার্ধী নেই। তৃণমূলের পক্ষ থেকে এই পদে প্রার্থী সোনালী গুহই নির্বাচিত হচ্ছেন।
বাংলাদেশ সময়: ০১২৮, ঘণ্টা, মে ২৬, ২০১১