ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা পুরনিগম নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আগরতলা পুরনিগম নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা পুরনিগম নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিয়োজিত কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়েছেন।



মঙ্গলবার (৮ই ডিসেম্বর) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ভোটকেন্দ্র যান কর্মীরা।

আগরতলার উমাকান্ত স্কুলের রির্টানিং অফিসারের নির্বাচনী অফিস থেকে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কঠোর প্রহরার মধ্যে ভোট কর্মীদের গন্তব্যে নিয়ে যান।

আগরতলা পুরনিগম নির্বাচনের মোট ভোটকেন্দ্র ৩৮৯টি। প্রতিটি ভোটকেন্দ্রের নিয়োজিত কর্মীরা রওয়ানা দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান সদর মহকুমার শাসক রির্টানিং অফিসার মানিক লাল দাস।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।