কলকাতা: ৪০তম কলকাতা বইমেলার উদ্বোধন হয়েছে। ঐতিহ্য মেনে কাঠের হাতুড়ি ঠুকে সোমবার (২৫ জানুয়ারি) এ বছরের বইমেলা উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বইয়ের কোনো বিকল্প নেই। আর কোনোদিন হবেও না। অন্য মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলবে বই।
মমতা আরও বলেন, ব্যক্তিগত জীবনে বইয়ের প্রভাব অপরিসীম। নতুন বইয়ের পাতা উল্টিয়ে যে অনুভূতি পাই, তা অন্য কিছুতে পাই না।
এবারের বইমেলায় মোট ৬০০টি বইয়ের দোকান এবং ২০০ লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভি.এস/