কলকাতা: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে লালন ফকিরকে স্মরণ করে ট্যাবলো নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) কলাকাতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস।
দিবসে প্রতিটি রাজ্যের তরফে দিল্লির রাজ পথে ট্যাবলো প্রদর্শন করা হয়। এই বছর পশ্চিমবঙ্গের ট্যাবলোতে তুলে ধরা হয় বাউল সংস্কৃতির বিভিন্ন দিক।
লালন ফকির এবং বাউলদের উপর নির্মিত এই ট্যাবলো ঘিরে ছিল বাউলদের বিভিন্ন যন্ত্র এবং সঙ্গীতের বিভিন্ন অংশ। এসব ট্যাবলোতে লালন ফকিরের লেখা বিখ্যাত সব গান বাজানো হচ্ছে।
এই বছর প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন ফ্রান্সের সেনা সদস্য। এছাড়া ২৬ বছর পর কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর ‘ডগ স্কোয়াড’।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভি এস/বিএস