ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন শনিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন শনিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের এ ডি সি ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (২৭ ফেব্রুয়ারি)। এ দিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে মোট ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ ডি সি ভিলেজ কাউন্সিল সূত্রে এ তথ্য জানা যায়।

৫২৮টি ভিলেজ কাউন্সিলের ৩ হাজার ৬৯৫টি আসনে মোট ৮ হাজার ১৯৪ জন প্রার্থী নির্বাচিত হবেন।

এদিকে, ভোটগ্রহণের কাজ সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত ব্যস্ততা। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানে ভোটবাক্স ও ব্যালট পেপার এসে পৌঁছেছে।

আগামী পাঁচ বছরের জন্য জনগণ কাদের এ ডি সি ভিলেজ কাউন্সিলের ক্ষমতায় দেখতে চাইছেন শনিবারের মধ্যেই তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।