কলকাতা: এক মেইল বার্তার মাধ্যমে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (০৫ মার্চ) স্থানীয় সময় রাত ১১টার দিকে বিমানবন্দর দফতরের মেইলে এই হুমকি দেওয়া হয়।
রোববার (০৬ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমগুলোকে এ হুমকির কথা জানায়। মেইলটি জার্মানি থেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ হুমকির পরপরই গোটা বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মেইল প্রেরকের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
ভিএস/টিআই