কলকাতা: তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী শিবাজী পাঁজাকে সারদা আর্থিক প্রতারণা কাণ্ডে জেরা করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
জানা যায়, আর্থিক প্রতারণা কাণ্ডের অন্যতম চক্রী সারদা গোষ্ঠীর সঙ্গে আর্থিক লেনদেন ছিল শিবাজী পাঁজার।
২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের বাংলাদেশ সফরে সঙ্গী ছিলেন শিবাজী পাঁজা। কলকাতায় প্লেন থেকে নামার পরেই তাকে গ্রেফতার করা হয়। সেই সময়েও তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ছিল।
সোমবার(৭ মার্চ) সিবিআই’র কলকাতা দপ্তরে হাজির হন শিবাজী পাঁজা। তাকে সারদা আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে জেরা করা হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশ সফর থেকে ফেরার পর শিবাজী পাঁজার গ্রেফতার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়িক বিষয় এবং তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছিলেন। সারদা কাণ্ডে শিবাজী পাঁজাকে সিবিআই জেরা বিধানসভা নির্বাচনে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিলো।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ০৭ মার্চ , ২০১৬
ভিএস/এএ